Responsive Advertisement

Top News

আমার রয়েছে সাতান্নটি ভাই, মোঃ মুআয উদ্দিন


 আমার রয়েছে সাতান্নটি ভাই,
তাই আমার ভেতর সামান্য ডর ভয় নাই,
শত্রুর চোখ রাঙানিতে আমি পাইনা কভু ভয়,
করুকনা সে রোম-পারস্য জয়!
পথ চলতে আমি কভু নইতো একা,
সাথে আছে মোর সাতান্ন কাফেলার নেতা।
বর্বর জালিম ছুড়ছে আমায় মুহুর্মুহু মিসাইল বোমা,
ভস্ম করেছে মোর মসজিদ, মাদরাসা, রুপা - সোনা।
ইহুদি খৃষ্টান হয়েছে একসাথ, ওরা করবে মুসলিম ধ্বংস
শোনো,আজ পিছু হটলে কাল সবে হবো নির্বংশ !
তাই এগিয়ে যেতে হবে জোর কদমে সম্মুখ পানে
সাহায্য চেয়ে খাইরুল মাকিরীনের কাছে ক্ষনে ক্ষনে।




লেখক মোঃ মুআয উদ্দিন

Post a Comment

Previous Post Next Post