আমার রয়েছে সাতান্নটি ভাই,
তাই আমার ভেতর সামান্য ডর ভয় নাই,
শত্রুর চোখ রাঙানিতে আমি পাইনা কভু ভয়,
করুকনা সে রোম-পারস্য জয়!
পথ চলতে আমি কভু নইতো একা,
সাথে আছে মোর সাতান্ন কাফেলার নেতা।
বর্বর জালিম ছুড়ছে আমায় মুহুর্মুহু মিসাইল বোমা,
ভস্ম করেছে মোর মসজিদ, মাদরাসা, রুপা - সোনা।
ইহুদি খৃষ্টান হয়েছে একসাথ, ওরা করবে মুসলিম ধ্বংস
শোনো,আজ পিছু হটলে কাল সবে হবো নির্বংশ !
তাই এগিয়ে যেতে হবে জোর কদমে সম্মুখ পানে
সাহায্য চেয়ে খাইরুল মাকিরীনের কাছে ক্ষনে ক্ষনে।
শত্রুর চোখ রাঙানিতে আমি পাইনা কভু ভয়,
করুকনা সে রোম-পারস্য জয়!
পথ চলতে আমি কভু নইতো একা,
সাথে আছে মোর সাতান্ন কাফেলার নেতা।
বর্বর জালিম ছুড়ছে আমায় মুহুর্মুহু মিসাইল বোমা,
ভস্ম করেছে মোর মসজিদ, মাদরাসা, রুপা - সোনা।
ইহুদি খৃষ্টান হয়েছে একসাথ, ওরা করবে মুসলিম ধ্বংস
শোনো,আজ পিছু হটলে কাল সবে হবো নির্বংশ !
তাই এগিয়ে যেতে হবে জোর কদমে সম্মুখ পানে
সাহায্য চেয়ে খাইরুল মাকিরীনের কাছে ক্ষনে ক্ষনে।
লেখক মোঃ মুআয উদ্দিন
Post a Comment