জামায়াত নেতার গদিসহ ৭ গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার এই ঘটনার প্রতিক্রিয়া কি জামায়াতের নেতার।
রাজধানীর ডেমরায় জামায়াতে ইসলামের নেতা মো. রহমতের তাহমিত স্টোনক্সাসার নামের পাথরের গদিসহ ৭টি পাথরের গদি থেকে ভোলাগঞ্জের ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্প্রতিবার (১৪-আগস্ট) রাত ৯টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে র‌্যাব ১১-এর এর একটি বিশেষ টিম ডেমরার সারুলিয়া শুকুরসী ঘাট এলাকার পাথরের গদিগুলোতে অভিযান পরিচালনা করে ৪০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেন। এসব পাথরের সবই সিলেটের কোম্পানি গঞ্জের সাদা পাথর এলাকার। সম্প্রতি ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২০০ থেকে ২৫০ কোটি টাকা। পাশাপাশি প্রায় ৬ লক্ষ ঘনফুট বালু লুটপাট হয়েছে, যার বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা। অবৈধভাবে উত্তোলিত এসব পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০নং ঘাটে জমা করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হতো বলে জানা গেছে। সাদা পাথর লুটপাট বন্ধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জস্থ র‍্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে রাতে ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায় আনুমানিক ৪০ হাজার ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর জব্দ করেছে। র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, অবৈধভাবে উত্তোলিত এসব বিপুল পরিমাণ পাথরের অনেকাংশ মেশিনে ক্রাশ করা হয়েছে। ৭টি প্রতিষ্ঠান থেকে এসব পাথর জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মালিকদের তালিকা করা হয়েছে। অভিযানের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত শিগগিরই জানানো হবে।



বিষয় ঃ 
জামায়াত নেতার গদিসহ ৭ গদি থেকে ভোলাগঞ্জের পাথর উদ্ধার এই ঘটনার প্রতিক্রিয়া কি জামায়াতের নেতার।



আমার দেশ নিউজ 
১৪/০৮/২০২৫ইং