খেলাধুলা
কে জিতবে শিরোপা? বাংলাদেশ নাকি নেপাল? মীমাংসা হওয়ার দিন আজ। আক্ষরিক অর্থেই ১২ ম্যাচের এই টুর্নামেন্টের শেষ ম্যাচটি হয়ে যাচ্ছে ‘অঘোষিত ফাইনাল’! ডাবল লেগের এই আসরের আজ শেষদিন! ইতিমধ্যে শিরোপা লড়াই থেকে অনেক দূরে চলে গেছে ভূটান ও শ্রীলঙ্কা! এখন পর্যন্ত এই দু’টি দেশ প্রতিপক্ষকে গোল উপহার দেয়ার মহড়া দিয়েছে, অন্যদিকে আসরের সেরা ম্যাচটি হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে, শেষ মিনিটের গোলে বাংলাদেশ ৩-২ ব্যবধানে হারায় নেপালকে।
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের শত্রু হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, ইতিমধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনার আউটার মাঠে হয়ে গেছে ৬টি ম্যাচ! তবে মাঠ পরিস্থিতির উন্নতি হওয়ায় শেষ দিনের ম্যাচগুলো হবে কিংস অ্যারেনায়।
পাঁচ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৫, আর নেপালের ১২! তবে বাংলাদেশ গোল করেছে ২৪টি, আর হজম করেছে ৪টি! অন্যদিকে নেপাল গোল করেছে ৩০টি, আর তাদের জালে বল ঢুকেছে ৪টি! গোলগড়ে (+৬) ভাল যায়গায় নেপাল, তাদের জয় দরকার; পক্ষান্তরে ড্র করলেই চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে বাইলজ বলছে গোলগড়ের আগে ‘হেড টু হেড’ বিবেচনায় নেয়া হবে। সেখানে সমতা থাকলে ‘টাইব্রেকারে’র কথা বলা হয়েছে। তবে সেটি গোলগড় সমান হলে কিনা সেটি পরিস্কার নয়!
বাংলাদেশ কোচ পিটার বাটলার গত তিন ম্যাচে তাঁর সেরা একাদশ মাঠে নামাননি! আজ নিশ্চিত সেরা একাদশই মাঠে নামাবেন। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে স্ট্রাইকার সাগরিকা মাঠে নামবেন আজ। প্রথম ম্যাচে ৪ গোল করেছিলেন তিনি। আসরের সর্বোচ্চ ১০ গোল করেছেন নেপালী স্ট্রাইকার পূর্ণিমা রায়, ৭টি গোল আছে মিনা দেউবার।
Post a Comment