নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং কুমিল্লার মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র খাদিজা আক্তার কেয়া।
খাদিজা আক্তার কেয়া সাংবাদিকদের বলেন, সম্প্রতি কুমিল্লা টাউনহল মাঠে এনসিপির পদযাত্রায় পতিত আওয়ামী লীগের লোকজন সামনের সারিতে ছিল। যারা আমাদের বৈষম্যবিরোধী আন্দোলনে বাধা দিয়েছিল। এ বিষয়গুলো আমাদের শহীদের সঙ্গে বেইমানি করা হচ্ছে। এগুলো দেখে এ প্ল্যাটফর্মে আমি থাকতে চাচ্ছি না।
শনিবার ফেসবুকে সব স্পষ্ট করে জানিয়েছি। রোববার লিখিত পদত্যাগপত্র দেব। পোস্টে সব স্পষ্ট করা হয়েছে। আমি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না। তবে দেশের স্বার্থে ও সংস্কারের পক্ষে আমি সবসময় সংগ্রামে থাকব।
বৈষম্যবিরোধী আন্দোলনের কুমিল্লার জেলা সমন্বয়ক সাকিব হোসাইন ঢাকা পোস্টকে বলেন, কেয়ার পদত্যাগের বিষয়টি জেনেছি। তবে আমরা এখনও আনুষ্ঠানিক চিঠি (পদত্যাগ পত্র) পাইনি। সে যে বিষয়গুলো অভিযোগ করেছে, আমরা সেগুলো খতিয়ে দেখব। আমরা তো আর সবাইকে চিনি না। এনসিপির প্রোগ্রামে যদি আওয়ামী লীগের কেউ এসে থাকে তবে বিষয়টি খতিয়ে দেখা উচিত।
Post a Comment