সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় শাখার কার্যালয় স্থাপনের অভিযোগ পেয়ে সংবাদ প্রকাশ করে আমার দেশ। এর পরপরই সাইনবোর্ড সরিয়ে নিয়েছে দলটি।
উপজেলা জামায়াতের যুব বিভাগের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন বলেন, এই বিষয়গুলো আমির সাহেব দেখেন। তবে যতটুকু জানি, সাইনবোর্ড সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটি পালন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, ওই সম্পত্তির মালিকানা রয়েছে সমবায় বিভাগের অধীনে। আমরা ইতোমধ্যে ঘটনাটি তদন্ত করে একটি প্রতিবেদন তৈরি করেছি। অচিরেই তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে ব্যবহার করার কোনো সুযোগ নেই।স্থানীয় কামিল মাদ্রাসার নৈশ প্রহরী মাহবুব জানান, আমি ৩০ বছর হলো এই প্রতিষ্ঠানে চাকরি করি, আম শুনেছি জায়গার মালিক সমবায় সমিতি, প্রথমে এই খানে উত্তরা ব্যাংক ছিল, তার পরে তুলা উন্নয়ন বোর্ডের অফিস ছিলো, তারা চলে যাওয়ার পর ভবনটি বহুদিন ধরেই ফাঁকা পরে ছিলো।
তিনি বলেন, ৫ আগস্টের পরে পরিত্যক্ত ভবনটি একটি রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তবে প্রশাসনের সক্রিয় নজরদারির ফলে বর্তমানে সেখানে কোনো সাইনবোর্ড বা দলীয় কার্যক্রম নেই।
এটাই আমাদের নতুন বাংলাদেশের
Post a Comment