Responsive Advertisement

Top News

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের সমবেদনা


 রাজধানীর উত্তরায় মাইলস্টোনের কলেজে বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় সভার শুরুতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই সমবেদনা জানান।


https://otieu.com/4/9605145 



সভার শুরুতে তারেক রহমান বলেন, উত্তরায় ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এমন মৃত্যুর সংবাদ যেন একজনের মধ্য সীমাবদ্ধ থাকে সেই জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এরআগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান দুর্ঘটনাস্থলে দলটির পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য ছাত্রদল যুবদল

সেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের যুক্ত হওয়ার নির্দেশনা দেন।। পাশাপাশি মেডিকেল টিম পাঠানোর নির্দেশনা দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে এক বিবৃতিতে বলেন, মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা মর্মাহত।






আমরা চাই যে, কোনও শিক্ষার্থীকে তাদের শিক্ষা, বৃদ্ধি এবং সুস্বাস্থ্যের সুবিধার্থে প্রতিষ্ঠানগুলিতে এই ধরনের আতঙ্কের মুখোমুখি হতে হবে না।

আমার আন্তরিক প্রার্থনা শোকসন্তপ্ত তরুণদের আত্মার সঙ্গে রয়েছে এবং আমি বিএনপির নেতা, কর্মী ও পেশাদারদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে।





We are heartbroken by the tragic aircraft crash at Milestone College. No student should face such horror in institutions meant to facilitate their learning, growth, and well-being. My earnest prayers are with the shaken young souls, and I call upon leaders, activists, and professionals of the BNP to stand by the affected. Together, as a united nation, we must tackle this situation.

Post a Comment

Previous Post Next Post