![]() |
২০২৬ ফুটবল বিশ্বকাপের আর খুব বেশি বাকি নেই। তিন স্বাগতিক দেশে জোরেশোরেই চলছে প্রস্তুতি। তবে একটি জায়গায় কানাডা ও মেক্সিকোকে পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই প্রতিবেশী দেশের কয়েকটি শহরকে পেছনে ফেলে ড্রয়ের আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, এমনটাই দাবি ইএসপিএনের।
সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ড্রয়ের সম্ভাব্য তারিখ হতে পারে ৫ ডিসেম্বর। যদিও ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে ভেন্যু বা ড্রয়ের নির্দিষ্ট তারিখ নিশ্চিত করেনি।
২০২৬ সালের আসরটি অনেকদিক থেকেই ভিন্ন। প্রথমবারের মতো তিন দেশ ও ৪৮ দলের বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। ২০২২ পর্যন্ত সর্বোচ্চ ৩২টি দল অংশ নিত বিশ্বকাপে।
আর এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভেন্যুগুলোর তালিকায় শুরুতে ছিল লাস ভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামের নাম। তবে পরে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত শহরটিকে ড্র আয়োজনের জন্য নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১১টি শহর হোস্ট হিসেবে নির্বাচিত হয়েছে। অন্যদিকে মেক্সিকো থেকে তিনটি এবং কানাডার দুইটি শহরকেও যুক্ত করা হয়েছে তালিকায়।
বিশ্বকাপের ড্রয়ে থাকবে ১২টি গ্রুপ, যেখানে প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। ড্রয়ের আগেই ঠিক করা হয়েছে যে মেক্সিকো থাকবে গ্রুপ ‘এ’ তে, কানাডা থাকবে গ্রুপ ‘বি’ তে, আর যুক্তরাষ্ট্র থাকবে গ্রুপ ‘ডি’ তে।
২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল হবে ১৯ জুলাই, নিউ জার্সিতে মেটলাইফ স্টেডিয়ামে।
বিষয় ঃ খেলার খবর দেখতে সাথে থাকুন।
0 Comments
Post a Comment