Responsive Advertisement

Top News

দেশটা আমার বাপ-দাদার’ বলে কাদের দিকে আঙুল উঠালেন ইশরাক


দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। পোস্টে কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলে রাজনীতি সচেতনরা অকপটে বুঝে ফেলবেন আজ শনিবার জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ ঘিরেই তার এমন অভিমত।

পোস্টে তিনি লেখেন, “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?” -এই স্লোগান খু*নি হাসিনার জন্যে প্রযোজ্য। হাসিনার অবৈধ ক্ষমতার জন্যে যারাই হুমকি হয়েছে তাদেরকে বাংলা ছাড়তে বলেছে।
বিএনপি নেতা লেখেন, কিন্তু আমাদের জন্যে হা বাংলাদেশ আমার বাপ দাদার। কোন অর্থে? এই বাংলাদেশে আমার বাপ দাদার জন্ম হয়েছে, তাদের কবর শায়িত আছে। তাই আমাদের সব দেশপ্রেমিক জনগণ যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী তাদের কাছে- বাংলা আমার বাপ দাদার।

তিনি আরও লেখেন, পূর্বে যারা বাংলাদেশ স্বাধীন চায় নাই তারা যদি আবারও পরাধীনতার বিনিময়ে কিছু পেতে চায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। হাসিনার মতোই যাকে আমি অনেক আগেই ‘নব্য রাজাকার’ প্রকাশ্যে বলেছি।

অথবা সদ্য রাজনীতিতে আসা অনভিজ্ঞ বাচ্চারা যদি স্বৈরাচারী কায়দায় নিজেদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে পতিত ফ্যাসিবাদকে সংগঠিত করার ক্ষেত্র তৈরি করে দেয়, তাদেরকে বাংলা না কিন্তু বাংলাদেশের ক্ষমতা ছাড়তে হবে। ‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা তোমাদের বাপেরও না।’

সবশেষ তিনি লেখেন, ‘শুনে রাখো পুরান বা নব্য রাজাকার
বা স্বৈরাচার, দেশটা আমার বাপ দাদার।’ রক্ষাও আমারই করবো ইনশাআল্লাহ।


বিষয়:
ইশরাক হোসেন

Post a Comment

Previous Post Next Post