১. প্রবাসীর নতুন পরিবেশে নতুন কষ্ট, পরিবারের মুখে হাসি ফুটানোর সবচেয়ে বড় অস্ত্র।
২. পরিবারের মুখে হাসি ফুটাতে প্রতিটি প্রবাসী তার জীবনটুকু পর্যন্ত বিসর্জন দিতে পারে।
৩. মাঝেমাঝে তোমার একটা জায়গাকে অনুভব করার জন্য পুরোনো জায়গাকে ছাড়তে হবে।
৪. নিজেকে গড়তে বেরিয়েছিলাম! আজ সকল দুঃখ লুকিয়ে পরিবারের সাথে হাসিমুখে কথা বলা শিখেছি।
৫. প্রতিটি প্রবাসীর কাছেই তার পরিবার এক একটি সুখের উৎস!
৬. পরিবারের মুখে হাসি ফুটাতে গিয়ে না হয় এতোটুকু কষ্ট ভোগ করলাম!
৭. হাজার হাজার মাইলের এই লম্বা সফর আমাকে বারবার আমার পরিবারের কথা মনে করিয়ে দেয়।
৮. পরিবার? সেতো প্রতিটি প্রবাসীর কাছে এক একটি ইমোশনের নাম!
৯. দেশের প্রতি ভালোবাসার প্রতিটি প্রবাসীর চোখে পানি হয়ে বেরিয়ে আসে!
১০. জীবনযুদ্ধে হাড়ভাঙা পরিশ্রম করার নামই প্রবাসজীবন!
দেশ ছেড়ে চলে যাওয়ার স্ট্যাটাস
১১. দেশ ছাড়ছি ঠিকই! তবে নিজের সব অনুভুতি যেনো পুঁতে রেখে যাচ্ছি শান্তির এই নগরে!
১২. দেশ ছাড়া মুহুর্তে বুঝলাম দেশপ্রেম কেবল একখানা অনুভুতির নাম নয়!


0 Comments
Post a Comment