Responsive Advertisement

Top News

দুদু-ইশরাক ও নয়নকে নিয়ে যা বললেন আব্দুল কাদের

 


বিএনপির নেতা ইশরাক কর্মকাণ্ডে যুবদলের নয়নের কুরুচিপূর্ণ স্লোগান নিয়ে এবার প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আব্দুল কাদের। এছাড়াও হাসনাত আব্দুল্লাহদেরকে নিয়ে বিএনপির নেতা শামসুজ্জামান দুদুর মন্তব্যের সমালোচনাও করেছেন তিনি।

শনিবার রাতে নিজের ফেসবুকে এক পোস্টে আব্দুল কাদের লেখেন, কয়েকমাস আগে বর্ষীয়ান রাজনীতিবিদ শামসুজ্জামান দুদু সাহেব হাসনাত আব্দুল্লাহদেরকে প্রস্রাবের তোড়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।


এরপরে বিএনপির নেতাকর্মীরা নগর ভবনের সামনের অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদের ছবিতে জুতা নিক্ষেপ করেছেন। যুবদল নেতা নয়ন যমুনার সামনে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে রসিয়ে রসিয়ে স্লোগান দিয়েছেন-

“আসিফ একটা ব্যাঙের নাম

মাহফুজ একটা সান্ডার নাম!”

বিএনপি'র পক্ষ থেকে এইসব বক্তব্য-কর্মকাণ্ডের ব্যাপারে কেউ অনুতপ্ত হয়েছেন কিংবা এসব নোংরামি বন্ধে বিএনপির হাইকমান্ড কোনো পদক্ষেপ নিয়েছেন, এমন কিছু তো আমাদের চোখে পড়ে নাই; বরঞ্চ মনে হয়েছে এসব নোংরামি পরিকল্পিত! নেতাদের প্ররোচনায় (চিহ্নিত অপরাধীরা) কর্মীরা এইসব পলিটিক্যাল হেইটস্পিচ বেশি করে চড়াচ্ছেন। অনলাইনেও তাদের কর্মীসমর্থকদেরকে এসবের সমর্থন ব্যতীত ভিন্ন কিছু করতে দেখি নাই।



যে বর্ষীয়ান নেতারা মুতে ভাসিয়ে দিতে চান, তাঁদের থেকে তরুণরা কি শিখবে? শেখানোর দায়িত্ব তো সিনিয়রদের, মুরুব্বীদের।

তাছাড়া দুদু সাহেব এবং ইশরাকের কর্মকাণ্ড কিংবা নয়নের কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে কেউ তো তাদেরকে হামলা করতে যায় নাই। তরুণরা দুদু সাহেবের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে কথার মাধ্যমে; কিন্তু দুদু সাহেবরা প্রতিক্রিয়া জানাচ্ছেন সন্ত্রাসের মাধ্যমে!

এ বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে।

19জুলাই 

Post a Comment

Previous Post Next Post