Responsive Advertisement

Top News

যারা তেলবাজি, সেলফিবাজি করছেন তাদের দরকার নেই: হাসনাত আবদুল্লাহ

 



তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি। কিন্তু দুঃখের বিষয় এনসিপির নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে।


“আমাদের লাখ লাখ কর্মী ও নেতার দরকার নেই। যারা তেলবাজি এবং সেলফিবাজি করছেন তাদের দরকার নেই।”


সোমবার বিকালে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে ময়মনসিংহের সমাবেশে এসব কথা বলেন তিনি।



হাসনাত আবদুল্লাহ বলেন, “আগে ঘর ঠিক করতে হবে। প্রত্যেক ইউনিয়নের মানুষকে এনসিপির প্রয়োজনীয়তা বোঝাতে হবে। সংগঠন শক্তিশালী করতে হবে। উৎসুক জনতা দিয়ে আমাদের লাভ নেই। ঐক্যবদ্ধভাবে সবকিছু মোকাবিলা করতে হবে। বাংলাদেশ গড়ার জন্য জীবন দিতেও প্রস্তুত থাকতে হবে।”


এর আগে বৃষ্টি উপেক্ষা করে শহরের শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা করে নগরের টাউন হল মাঠে সমাবেশে বক্তব্য দেন নেতারা।


জুলাই গণঅভ্যুত্থানে ময়মনসিংহ জেলায় ৪১ জন শহীদ হয়েছেন জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আন্দোলনে নিহতদের কেউ গার্মেন্টস শ্রমিক, কেউ দিনমজুর; যাদের জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছি।



আগের সরকারের সমালোচনা করে নাহিদ বলেন, “ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়ন নেই, ব্রহ্মপুত্র নদকে মেরা ফেলা হয়েছে। বিগত সরকার শুধু মানুষের ক্ষতি করেনি নদকেও ধ্বংস করেছে। ময়মনসিংহ বাসীকে সঙ্গে নিয়ে আমরা আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার চেষ্টা করব।


“৫ অগাস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করব। এ নিয়ে কোনো টালবাহানা চলবে না।”


এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ময়মনসিংহ প্রশাসনের লোকজন আহত এবং শহীদ পরিবারের কোনো কথা শুনছেন না। তারা চাঁদাবাজ এবং তেলবাজদের নিয়ে ব্যস্ত। কোনো আহত ভাইকে যদি আপনার চেয়ারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে আপনার চেয়ার থাকবেন নাই।


মনে রাখবেন আপনারা শহীদের রক্তের ওপরে বসে আছেন। আমি শিক্ষার্থীদের বলব, যারা শহীদ এবং আহত পরিবারের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

সমাবেশে এনসিপির যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রবিন বক্তব্য দেন।

এ ছাড়া জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ময়মনসিংহের প্রধান বাস্তবায়নকারী মো. ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী এ টি এম মাহবুব আলম, মাহমুদুল হাসান সোহেল মোজাম্মেল এবং সদস্য ফুয়াদ খান উপস্থিত ছিলেন।


সমাবেশ শুরুর আগে এনসিপির নেতারা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।





Post a Comment

Previous Post Next Post