Responsive Advertisement

Top News

বাবার কাঁধে ছেলের লাশ

“বাবার কাঁধে ছেলের লাশ


 … যে বহন করেছে সেই জা নে”
— শহীদ মিরাজ হোসেনের বাবা
জুলাইয়ে এমন ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শত শত বাবা। ফ‍্যাসিবাদ থেকে মুক্তির সংগ্রামে এভাবে নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করেছে হাসিনা। 
জুলাই ‘পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘জুলাইয়ের বিষাদ সিন্ধু বা Requiems for July Martyrs’ শিরোনামে এমন বেশ কয়েকটি ডুকেমেন্টরি তৈরি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মর্মস্পর্শী এসব বর্ণনার প্রথম ডকুমেন্টারিটি প্রকাশ হচ্ছে আজ।

Post a Comment

Previous Post Next Post