Responsive Advertisement

Top News

মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ।


 

মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ আর্জেন্টাইন কোচ।



মেজর লিগ সকারের (এমএলএস) একটি বিতর্কিত সিদ্ধান্তে সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে লিওনেল মেসি ও জর্দি আলবার ওপর এক ম্যাচ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে তারা শনিবারে (২৬ জুলাই) গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি সিনসিনাটির বিরুদ্ধে অংশ নিতে পারেননি এবং সেই ম্যাচে ইন্টার মায়ামি ০-০ গোলে ড্র করেছে ।

এমএলএসের নিয়ম অনুযায়ী, ফিট থাকা সত্ত্বেও অল-স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী ম্যাচে সেই খেলোয়াড়দের খেলার সুযোগ থাকে না। মেসি এবং আলবা এই নিয়মের শিকার হয়েছেন।


তবে, ইন্টার মায়ামির আর্জেন্টাইন কোচ মাসচেরানো এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন,‘আমি এই সিদ্ধান্তে একদমই একমত নই, তবে নিয়ম মেনে নিতে হয়েছে। আমি এমএলএস বা তাদের নিয়ম পরিবর্তন করতে আসিনি, তাই আমি সমালোচনা করবো না। কিন্তু প্রশ্ন হলো যদি এই ম্যাচটি আমাদের মাঠের বদলে প্রতিপক্ষের মাঠে হতো, তাহলে কি লিগ একই সিদ্ধান্ত নিতো?’

মাসচেরানো আরো বলেন,‘এটা আমার কাছে অদ্ভুত লাগে। আমরা সবাই জানি, খেলোয়াড়দের ম্যাচ সংখ্যা অনেক হওয়ার কারণে, বিষয়টা খুব চাপের। অথচ আমরা শুধু তাদের বিশ্রাম চাইছিলাম।’ মাসচেরানোর এই বক্তব্যের আগে ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস এই সিদ্ধান্তকে ‘নির্মম’ বলে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন যে, মেসি ‘চরমভাবে হতাশ’ ছিলেন।

ম্যাচের আগে ইন্টার মায়ামি তাদের নতুন আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলকে দলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে নিয়ে ইন্টার মায়ামি নতুন আশা ও পরিকল্পনা প্রকাশ করেছে।

মাসচেরানো বলেন,‘রদ্রিগো ডি পলের চুক্তি আমাদের ক্লাবের জন্য আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ। সে বিশ্ব চ্যাম্পিয়ন এবং এখনো ক্যারিয়ারের সেরা সময়েই রয়েছে। এই চুক্তি ক্লাবের বড় স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনাকে নির্দেশ করে।’ মাসচেরানোর আশা রদ্রিগো ডি পল দলটির জন্য গুরুত্বপূর্ণ অবদান এবং ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায়ও বড় ভূমিকা রাখবেন।

ইন্টার মায়ামি তাদের পরবর্তী ম্যাচে আগামী বুধবার (৩০ জুলাই) ২০২৫ লিগস কাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকান ক্লাব অ্যাটলাসের বিরুদ্ধে মাঠে নামবে।

মেসি 
Messi 

Post a Comment

Previous Post Next Post