“কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?”
-এই স্লোগান খু*নি হাসিনার জন্যে প্রযোজ্য। হাসিনার অবৈধ ক্ষমতার জন্যে যারাই হুমকি হয়েছে তাদেরকে বাংলা ছাড়তে বলেছে।
কিন্তু আমাদের
জন্যে হা বাংলাদেশ আমার বাপ দাদার। কোন অর্থে? এই বাংলাদেশে আমার বাপ দাদার জন্ম হয়েছে, তাদের কবর শায়িত আছে। তাই আমাদের সব দেশপ্রেমিক জনগণ যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী তাদের কাছে বাংলা আমার বাপ দাদার।
তবে,
পূর্বে যারা বাংলাদেশ স্বাধীন চায় নাই তারা যদি আবারও পরাধীনতার বিনিময়ে কিছু পেতে চায় তাদেরকে বাংলাদেশ ছাড়া করা হবে। হাসিনার মতোই যাকে আমি অনেক আগেই ‘নব্য রাজাকার’ প্রকাশ্যে বলেছি।
অথবা সদ্য রাজনীতিতে আসা অনভিজ্ঞ বাচ্চারা যদি স্বৈরাচারী কায়দায় নিজেদের এক্সপেরিমেন্ট করতে গিয়ে পতিত ফ্যাসিবাদকে সংগঠিত করার ক্ষেত্র তৈরি করে দেয়, তাদেরকে বাংলা না কিন্তু বাংলাদেশের ক্ষমতা ছাড়তে হবে।
‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা তোমাদের বাপেরও না।’
‘শুনে রাখো পুরান বা নব্য রাজাকার বা স্বৈরাচার, দেশটা আমার বাপ দাদার।’ রক্ষাও আমারই করবো ইনশাআল্লাহ।
Post a Comment