জুলাই সনদ’ চেয়ে দ্বিতীয় দিনের মত শাহবাগ অবরোধে গণঅভ্যুত্থানের আহতরা
ওসি খালিদ বলেন, “আজও তারা সড়কে অবস্থান নিয়েছেন। এর ফলে শাহবাগ মোড় হয়ে চারপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।”জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন গণঅভ্যুত্থানে আহতরা।
শুক্রবার সকাল থেকে বৃষ্টির মধ্যেও রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্টে তারা অবস্থান নেন। বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ের চারপাশে ব্যারিকেড দিয়ে সড়ক আটকে দেন বিক্ষোভরতরা।
‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধার’ ব্যানারে প্রায় শতাধিক মানুষ অবস্থান নিলে ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর জানিয়েছেন।
তিনি বলেন, “গতকালের মতো আজও তারা সড়কে অবস্থান নিয়েছেন। এর ফলে শাহবাগ মোড় হয়ে চারপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।”
শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন ওসি খালিদ।
এদিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আশেপাশের সড়কে যানজট না হলেও বৃষ্টিতে শাহবাগ হয়ে চলাচলরত মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জুলাই সনদ না দেওয়া পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
তারা ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’সহ নানা স্লোগান দিচ্ছেন।
বৃহস্পতিবারও দিনভর এই দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান অব্যাহত রেখেছিলেন তারা। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসে আশেপাশের সড়কে তীব্র যানজট তৈরির হয়। এত দুর্ভোগ পোহাতে হয় জনসাধারণকে।
সংস্কার নিয়ে ঐকমত্য প্রতিষ্ঠায় ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে চলমান সংলাপের শেষ দিকে এসে জুলাই সনদ নিয়েও মতবিরোধ দেখা দেয়।
বৃহস্পতিবারেরর বৈঠক শেষে রাষ্ট্র সংস্কারের ১৯টি মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর খবর এলেও জুলাই সনদে শেষমেশ কতগুলো রাজনৈতিক দল সই করবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, “দীর্ঘ আলোচনা, মতপার্থক্য ও আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশন মোট ১৯টি মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। তবে চারটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ আছে, যা পরে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হবে।
দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে আসার পর জামায়াত ও এনসিপি বলছে, জুলাই সনদকে আইনি ভিত্তি না দিলে তাতে তারা সই করবে কি না, সেটা ভেবে দেখবে।
আবার শেষ দিনের বৈঠকে সিপিবি ও বাসদসহ চার বামপন্থি দল জাতীয় চার নীতি বাদ দেওয়াকে কেন্দ্র করে বৈঠক বর্জন করে বলেছে, কমিশনে প্রস্তাবে পরিবর্তন না এলে জুলাই সনদে তাদের সই করার সম্ভাবনা নেই।
আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, জাতীয় সনদের এখনই আইনি ভিত্তি প্রয়োজন নেই।
এমন পরিস্থিতিতে জুলাই সনদ চেয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে দাবি জানাচ্ছেন ‘জুলাই যোদ্ধারা’।
আমার দেশ নিউজ।
0 Comments
Post a Comment