![]() |
| হান্নান মাসুদ |
হান্নান মাসুদ তার নিজ ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেছেন সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
হান্নান মাসুদের এই এই পোস্টের অনেকের মনেই অনেক কিছুই শুনতে ইচ্ছে করতেছে।
হান্নান মাসুদের সেই পোষ্টটি সম্পূর্ণ তুলে ধরা হল।
আমি আব্দুল হান্নান মাসউদ,
আমি জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর একজন সমন্বয়ক।
এবং
আমি দৃঢ়চিত্তে ঘোষণা করছি- গত একবছরে জ্ঞাতসারে কোন অন্যায়ের সাথে, নীতিবহির্ভূত কাজের সাথে আমি নিজেকে জড়াইনি।
সমন্বয়ক পরিচয় আমার জন্যে গর্বের, অহংকারের।
বিতর্কিত করার কোন সুযোগ নেই।
এই শব্দটিই ইতিহাস
স্কিনশটটি দেওয়া হলো।
বিষয় ঃ হান্নান মাসুদ
আমার দেশ নিউজ


Post a Comment