অনুসন্ধানী সাংবাদিক Zulkarnaim Saer
তার ভেরিফাই ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করেছেন এবং কি সেখানে এই স্ট্যাটাস লিখে দিয়েছে তা সম্পূর্ণ তুলে ধরা হলো।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতৃত্বের সাথে কথা বলে জানা যায়, শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থার অন্যতম বেনিফিশিয়ারি ছিলেন তার দুই ভাগ্নে শেখ ফজলে শামস পরশও শেখ ফজলে নূর তাপস, স্বয়ং শেখ হাসিনাও এদের দিয়েছিলেন লাগামহীন ক্ষমতা ও প্রশ্রয়।
সম্প্রতি হাতে আসা এই দুটি কল রেকর্ড একটু মনযোগ দিয়ে শুনতে অনুরোধ করছি।
এর প্রথম রেকর্ডটি ২২শে জুলাই বেলা ১১.৪৯ মিনিটের। যেখানে তাপসের মিষ্টি ভাষায় আবদার করছে "হাসুমনি একটু আসতে চাচ্ছিলাম, তোমাকে দেখতে চাচ্ছিলাম, আসবো?"
আর দ্বিতীয়টি ৩রা আগষ্ট ২০২৪ সকাল ৮.১৬ মিনিটের, ফোন করেই তাপস বলেন "আমি একটু সিংগাপুর যাচ্ছি, যাবো? হাসিনা তাকে যেতেও বললেন। কিন্তু সম্ভবত তিনি ধারণা করতে পারেননি যে তাপস দেশ ছাড়ার সকল প্রস্তুতি নিয়ে এয়ারপোর্টে পৌঁছে তাঁকে ফোন করেছে। যেখানে শেখ হাসিনা তাঁকে বলেছেন "তিনি মিছিল করতে মানা করেছেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সবাই জমা থাকবে" এর উত্তরে তাপস বলছেন বিদেশ যাত্রায় প্রয়োজনীয় জিও (গভর্নমেন্ট অর্ডার) এখনও সাইন করা হয়নি, তাই তিনি যেতে পারছেন না।
সবচাইতে শকিং ব্যাপারটা ঘটে, যখন দেশ থেকে পালাতে মরিয়া তাপস, শেখ হাসিনা যিনি টেকনিক্যালি তখনও দেশের প্রধানমন্ত্রী তাঁকে একজন ইমিগ্রেশন কর্মকর্তার সাথে সরাসরি কথা বলতে অনুরোধ করে, যেন তাপসকে যেতে দেয়া হয়।
দুটো কলই সম্পূর্ণভাবে শুনুন।
@top fans Zulkarnaim Saer
0 Comments
Post a Comment