শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মাঝে পানি বিতরণ ছাত্রদল নেতার।Chhatra Dal leader distributes water to protesting teachers at Shaheed Minar

 

শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকদের মাঝে পানি বিতরণ ছাত্রদল নেতার




রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে তাদের মাঝে পানি বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল।


সোমবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি আন্দোলনরত শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।



ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল বলেন, শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষকদের মর্যাদা রক্ষা না হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়।


এ সময় উপস্থিত ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিকুল ইসলাম সাগর, আলহাজ্ব উদ্দীন, মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান হিমু, মেহেদী হাসান, তানভীর হোসেন, মো. রবিন খান এবং টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মূসা ও তূর্যসহ আরও অনেকে।


আন্দোলনরত শিক্ষকরা দাবি– সরকারি শিক্ষকদের সমমানের বেতন স্কেল নির্ধারণ, ইনক্রিমেন্ট ও ভাতা প্রদানে নিয়মিততা, অবসর সুবিধা বাড়ানো, পদোন্নতির সুযোগ এবং শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের।


প্রসঙ্গত, রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

Post a Comment

Previous Post Next Post