এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন ইসি সচিব । EC Secretary says when will the final decision be made on NCP's 'Shapla' symbol?


 

এনসিপির ‘শাপলা’ প্রতীক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে, জানালেন ইসি সচিব।



ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। অথচ, ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে।


এদিকে নিবন্ধন পেলেও এখনও প্রতীক চূড়ান্ত হয়নি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। নির্বাচন কমিশনের বারবার অপারগতা স্বত্বেও ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবি নিয়ে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।  

এ অবস্থায় কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে তারা। এসব বিষয়ে সংবাদ সম্মেলনও করা হবে আগামীকাল সোমবার।

এসময় সিইসির সঙ্গে কমনওয়েলথের প্রতিনিধিদের বৈঠক বিষয়ে ইসি সচিব বলেন, কমনওয়েলথের পাঁচ সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি, অংশীজনদের সঙ্গে আলোচনাসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।।
সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী কমিশন কী কাজ করেছে, তা-ও জানতে চেয়েছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। প্রযুক্তির অপব্যবহার রোধে কমিশনের উদ্যোগ বিষয়েও প্রতিনিধিদল জানতে চেয়েছে বলে জানান তিনি।

ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে মাঠপর্যায় থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমরা এ সপ্তাহের মধ্যে এসব কাজ শেষ করবো।

আখতার আহমেদ আরও বলেন, কর্মপরিকল্পনা যা-ই হোক আমরা পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছি। তবে সবকিছু শতভাগ করা সম্ভব নয়, এটি আপনারাও জানেন আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এডজাস্টমেন্ট, কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি। কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।




আমার দেশ নিউজ 
রাসেল হোসাইন 

Post a Comment

Previous Post Next Post