জুলুম-নির্যাতনের পরেও খালেদা জিয়া কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি: বাবর Even after being oppressed and tortured, Khaleda Zia did not compromise with any evil force: Babar


 

জুলুম-নির্যাতনের পরেও খালেদা জিয়া কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি: বাবর।


এবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, সততা, ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করব আমরা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও ৩১ দফা কর্মসূচি সম্পর্কে নিজে জেনে অন্যকে জানাতে হবে। শিগগির বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে বই প্রকাশ করে আপনাদের কাছে পাঠাব।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে যুবদলের উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।



এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ত্যাগের কথা উল্লেখ করে লুৎফুজ্জামান বাবর বলেন, অনেক অত্যাচার, জেল, জুলুম ও নির্যাতনের পরেও নেত্রী কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি। আমিও দীর্ঘ ১৭ বছর জেল খেটেছি নির্যাতনে ভুগেছি কিন্তু আল্লাহ সহায় আছেন বলে বেঁচে আছি।


তিনি আরও বলেন, দখলবাজি ও চাঁদাবাজি যেন কেউ করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই 




রাসেল হোসাইন মোল্লা 

Post a Comment

Previous Post Next Post