টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে অক্ষম বৃদ্ধাদের টুকুর পক্ষে হুইল চেয়ার প্রদান।
টাঙ্গাইলের ঘারিন্দা ইউনিয়নে অক্ষম বৃদ্ধাদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন নেতা কর্মীরা
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন উত্তরপাড়া, সারটিয়া গ্রামের তিন অসহায় চলাফেরা করতে অক্ষম বৃদ্ধাদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম। কিয়ামতের সভাপতিত্বে জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদসহ জেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


0 Comments
Post a Comment