খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী।
এবং দেশ মাতা নামে পরিচিত এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ।
একটি সূত্র গনমাধ্যমেক জানিয়েছেন।
আগামী ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী।


চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হলে তাতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অংশ নেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৩০ জুলাই) ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

ফেনী শহরের একটি মিলনায়তনে আয়োজিত ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে।

তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এবং বিএনপির আরে নেতা বরকত উল্লাহ বুলু  বলেছেন

ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।     

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারা সোসাইটি আবাসিক এলাকায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ বলেন তিনি। 

বরকত উল্লাহ বুলু বলেন, 'বেগম খালেদা জিয়া বলেছেন, আমি নির্বাচন করতে পারি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়।' 

বেগম খালেদা জিয়া যা বলবেন ইনশাআল্লাহ তা-ই দেশে বাস্তবায়িত হবে উল্লেখ করে বুলু আরও বলেন, বেগম খালেদা জিয়া ভোট করবেন এবং উনি দেশে সরকার গঠন করবেন। 


এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমসহ দলটির নেতাকর্মী এবং জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের নানা প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরেন বক্তারা।

এখানো বিএনপির কোন অফিসিয়াল কোন বক্তব্য পাওয়া যায়নি বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন কি না।


বিষয় ঃ বেগম খালেদা জিয়া।



Amar Desh আমার দেশ নিউজ 
তারিখ ০৯/০৮/২০২৫ইং