ইলিয়াস হোসেন 

 সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক ভেরিফাই আইডিতে এমন একটি মন্তব্য করে পোস্ট করেছেন সেটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।


সম্পন্ন পোস্ট তুলে ধরা হলো। 

৩২ নম্বরে কোন ধরনের শো'ক মিছিলের অনুমতি দেয়া হলে ক্ষমতার সবটুকু ব্যবহার করবো৷ আর তার ওইদিন থেকে সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ সহযোগিতা শুর করবো, আগেই বলে রাখলাম৷ 

১৫ই আগস্ট শুধুই সুখ আর সুখ কোন নাটক চলবে না৷ ১৫ই আগস্ট ৩২ নম্বর গরুর দাওয়াত৷

এমনটাই মন্তব্য করেছেন এবং অন্তর্বর্তী সরকার ডঃ ইউনুসকে হুশিয়ারি করেছেন।

এ বিষয় সরকার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। 

ইলিয়াস হোসেনের সম্পন্ন পোস্ট স্ক্রিনশট দেওয়া হলো


সাংবাদিক ইলিয়াস হোসেন এমনটাই মন্তব্য করেছেন।



বিষয় আমার দেশ নিউজ