Responsive Advertisement

Top News

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের মিছিল


সন্ত্রাস, নৈরাজ্য, অপপ্রচার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-১২ আসনের বিএনপির নেতাকর্মীরা। আর এই মিছিলের নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। 

রোববার (১৩ জুলাই) শিল্পাঞ্চল থানার নাবিস্কো মোড় থেকে শুরু হয়ে সাত রাস্তা, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, ফার্মগেট ঘুরে কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল আলম নীরব বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। আমরা বিগত ১৭ বছর হামলা মামলা নির্যাতনের শিকার হয়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করেছি। আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।


তিনি আরও বলেন, আজকে দেশের মানুষ নির্বাচনমুখী তখনই একটি চক্র বিভিন্ন রকম হামলা ও চক্রান্ত করছে নির্বাচন বানচালের জন্য। মিটফোর্ডের হত্যাকাণ্ড এই চক্রান্তের অংশ। আমরা বিএনপি পরিবার এই চক্রান্ত নস্যাৎ করে দেবো।

 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, আবু সুফিয়ান দুলাল, আবুল মনসুর খান দীপক, মোহাম্মদ আলী, নাজমুল হক মাসুম, হুমায়ূন কবির, ভিপি সোলায়মান, সাখাওয়াত হোসেন সৈকত, মনিরুজ্জামান মনির, কাজী ইলিয়াস, সালামত খান সজিব, আব্দুল বাসেত, মো. মশিউর রহমান সোহান প্রমুখ।


এএইচআর/এমএ

Post a Comment

Previous Post Next Post