![]() |
ডঃ কনক সরওয়ার |
ডঃ কনক সরওয়ার
তার ভেরিফাই ফেসবুক পেইজে এমনটাই মন্তব্য করেছেন তা সম্পূর্ণ তুলে ধরা হলো।
‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের' নিয়োগ, পদোন্নতি ও প্রেষণএর গুরুত্বপূর্ণ কাজগুলো যে দপ্তর থেকে হয় সেই এপিডি অনুবিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সিনিয়র সহকারী সচিব মোঃ উজ্জ্বল হোসেন।
আওয়ামী আমলে জুনিয়র কর্মকর্তা হলেও তার ছিল সব গুরুত্বপূর্ণ পোস্টিং!
এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন । মাফিয়া খ্যাত আওয়ামীলীগের সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতার জন্য নারায়ণগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট ও আড়াইহাজার উপজেলার সহকারী ভূমি কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন!
ফ্যসিস্ট আমলে তার সবই ছিল রাজনৈতিক বিবেচনায় দেয়া গুরুত্বপূর্ণ পোস্টিং ।
পাঁচ আগস্টের আগ পর্যন্ত একজন সরকারি কর্মকর্তা হয়েও অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন আওয়ামী ফ্যাসিস্টদের পক্ষে।সরকারি নির্দেশনা না থাকলেও উজ্জ্বল হোসেনের নির্দেশে প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানের ব্যানারে মুজিব-হাসিনা-রেহানা-জয়ের ছবি থাকা ছিল বাধ্যতামূলক? উল্লাপাড়া উপজেলার কৃষক জনতা নির্বিশেষে সকলকে আওয়ামী চেতনায় উদ্বুদ্ধ করতে তিনি ছিলেন অতিউৎসাহী ভূমিকায়? প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে ত্রাণ গ্রহণকারী বিভিন্ন মানুষকে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা' স্লোগান দিয়ে তিনি পিঠ চাপড়ে বাহবা দিতেন!
৫ আগস্ট পরবর্তী তার স্থায়ী ঠিকানা বগুড়ার পরিচয়ে বনে গেছেন বিএনপি! ১৯ আগস্টেই পোস্টিং নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতি গুরুত্বপূর্ণ অনু বিভাগে! এখনো সুযোগ বুঝে আওয়ামী দোসরদের সুবিধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে!
আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের অবিলম্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। প্রত্যেকের অতি উৎসাহী কাজের জন্য কার্যকর এবং কঠোর পদক্ষেপ না দিলে গত ১১ মাসে ক্ষতিগ্রস্ত জুলাই বিপ্লব আরো ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে ।
নিচে সম্পন্ন স্ক্রিনশট দেয়া হলো
বিষয় ঃ ডাঃ কনক সর ওয়ার তার ভেরিফাই ফেসবুক এমন টাই মন্তব্য করেছেন।
0 Comments
Post a Comment