স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর।
গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের পর স্বামী ও সন্তান দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের খোন্দকারপাড়া দরগার শরীফের সামনে এই ঘটনা ঘটে। এতে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার বিল্লাল শেখের ছেলে সাইফুল শেখ (৩০) ২০১৪ সালের অক্টোবরে ফরিদপুর জেলার ভাঙা উপজেলার ছোট মুচকুন্নি গ্রামের আদম আলীর মেয়ে রোজিনা বেগমকে (২৭) সামাজিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে মিনহাজ শেখ (১০) নামে এক পুত্রসন্তান রয়েছে।
দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে গত ১৯ জুলাই রোজিনা বেগম স্বামীসহ শ্বশুরবাড়ির আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
এর ধারাবাহিকতায় ১৫ আগস্ট (শুক্রবার) বিকেলে মুকসুদপুর থানার সামনে টেংরাখোলা বাজারের এক হোটেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দেনমোহর ৫ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে তাদের মধ্যে তালাক সম্পন্ন হয়।
পরে শনিবার সকালে সাইফুল শেখ ও তার ছেলে মিনহাজ শেখ দরগার শরীফের সামনে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন। সাইফুল বলেন, 'দীর্ঘ দিনের দাম্পত্য কলহের অবসান হওয়ায় আমি ও আমার ছেলে দুধ দিয়ে গোসল করেছি।'
মুকসুদপুর থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, 'উভয় পক্ষ আমার কাছে একটি আপোষনামা জমা দিয়েছেন। তালাকের পরদিন সকালে দুধ দিয়ে গোসলের ঘটনা ঘটেছে, যা এলাকায় আলোচনা তৈরি করেছে
বিষয় ঃ আমার দেশ নিউজ 
Husband bathes his child with milk after divorcing his wife.
In Muksudpur, Gopalganj, a husband and his child took a bath with milk after a formal divorce from his wife. The incident took place in front of the Khandkarpara Dargah Sharif in Batikamari village of Muksudpur upazila at around 9:30 am on Saturday (August 16). This spread curiosity and excitement in the area.
According to local sources, Saiful Sheikh (30), son of Billal Sheikh of Muksudpur upazila, married Rozina Begum (27), daughter of Adam Ali of Chhota Muchkunni village of Bhanga upazila of Faridpur district, in October 2014. They have a son named Minhaj Sheikh (10).
There had been conflict in their marital life for a long time on various issues. At one stage, on July 19, Rozina Begum filed a complaint with the police station against her husband and some other members of her in-laws.
 In continuation of this, on the afternoon of August 15 (Friday), the divorce was completed between them by paying a dowry of 5 lakh 50 thousand taka in the presence of local dignitaries at a hotel in Tengrakhola Bazar in front of Muksudpur police station.
Later on Saturday morning, Saiful Sheikh and his son Minhaj Sheikh took a bath with milk in front of Dargah Sharif. Saiful said, 'My son and I took a bath with milk as the long-standing marital dispute has come to an end.'
Muksudpur police station SI Abul Kalam Azad said, 'Both parties have submitted a compromise to me. The incident of bathing with milk occurred the morning after the divorce, which created discussion in the area.
Subject: Amar Desh News
আমার দেশ নিউজ 


0 Comments
Post a Comment