কালিহাতীতে এই লেডি ক্যাডার শাশুড়ী এবং তার কুলাঙ্গার ছেলেটার সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি, একজন নারী হয়েও কি করে পারে এমন ভাবে আর একটি মেয়ে সমতুল্য নারীর সাথে এই অমানুষিক অমানবিক নির্যাতন করতে?
১/যৌতুক দেয়া নেয়া নাকি সমাজে অপরাধ,
২/ প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে যদি স্বামী আবারও ২য় বিয়ে করে, সেটাও অপরাধ,
৩/ প্রকাশ্যে এ ভাবে মিডিয়ার সামনে নির্যাতন করা, এটাও চরম অপরাধ,
৪/ ছেলেটি, মেয়েটির সাথে প্রতারনা করেছে, এটাও একটা অপরাধ।
এ গুলো অপরাধ করার পরেও যদি কালিহাতী থানার প্রশাসনের কাছে নিরবে চোখের জল ফেলা নির্যাতিত মেয়েটি কোনো বিচার না পায়, তা হলে বুঝতে হবে - আজও সেই সৈরাচারি জুলুমবাজি অত্যাচারিত পলাতক হাসিনার আইন বিচার বিভাগই রয়েছে।
এই ভাবে নির্যাতিত করা, তাও মিডিয়ার সামনে, এ যেনো হাসিনা মহিলা ক্যাডার লিগের সভাপতি @ সরদার ছিলো।
এর মেয়ে যদি থেকে থাকে, আর যদি সে বিয়ে হয়ে শশুড় বাড়ী থেকে থাকে,তা হলে সেই শশুর বা শাশুড়ীকে একটু এই মেয়েটার পাশে দাঁড়ানোর উচওত, তার মেয়েটাকে এমন ভাবে নির্যাতিত করুক, তা হলেই বুঝতে পারবে একটি মেয়ে বিয়ের পরে স্বামী এবং শশুড় শাশুড়ীই আপন, তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে, কোনো ভুল বা অন্যায় করলে, সেটা সুন্দর নমনীয় ভাবে বুঝিয়ে বলতে হবে।
এই মহিলা পুরা নারী জাতীর কলংক।
কঠিন বিচার হওয়া উচিত, এতে ঐ এলাকার ইউপি সদস্য এবং এলাকার গণ্য মান্য ব্যক্তিদের সহায়তা করা উচিত বলে মনে করি।
না হলে নারী জাতি সর্বদা নির্যাতনের শিকার হবেই, এতে শেষ মুহুর্তে আত্মহত্যা ছাড়া কোনো পথ সে খুঁজে নিয়ে আত্বহত্যা করে মনের কষ্টে।
এমন অনেক ঘটনা অহরহ ঘটচ্ছে, যারা পুত্রবধুকে সব সময় শারিরীক ও মানুষিক নির্যাতন করে থাকে।
এদের কঠিন বিচারের দাবি জানাচ্ছি।
আয়শা সিদ্দিকা স্বপ্না।
আমার দেশ নিউজ
I demand the highest punishment for this lady cadre mother-in-law and her son from Kulanga in Kalihati, how can a woman do this inhuman and inhuman torture to another woman of her equal status?
1/ Is taking dowry a crime in society,
2/ If a husband marries a second time without the permission of the first wife, that is also a crime,
3/ Torturing in public like this in front of the media, this is also an extreme crime,
4/ The boy cheated on the girl, this is also a crime.
If the tortured girl who silently shed tears before the administration of Kalihati police station does not get any justice after committing these crimes, then it must be understood - even today, the law and justice department of that cruel and oppressed fugitive Hasina still exists.
Torturing in this way, that too in front of the media, it is as if Hasina was the president of the Women's Cadre League @ Sardar.
If his daughter is alive, and if she gets married and stays in her in-laws' house, then that father-in-law or mother-in-law should stand by this girl a little, let him torture his daughter in such a way, only then will a girl understand that after marriage, her husband and in-laws are hers, she has to love her like her own daughter, if she does any mistake or injustice, she has to explain it in a nice and flexible way.
This woman is a disgrace to the entire female race.
There should be strict justice, I think the UP members of that area and respected people of the area should help in this.
Otherwise, the female race will always be a victim of torture, in which at the last moment she finds any way other than suicide and commits suicide due to mental anguish.
Many such incidents are happening all the time, who always torture their daughter-in-law physically and mentally.
I demand strict justice for them.
Aisha Siddika Swapna.
/
Amar Desh আমার দেশ নিউজ


0 Comments
Post a Comment