প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্পদকে কীভাবে লুটপাট করেছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করা হবে..


মোহাম্মদ ইউনুস

কিছু মানুষের ‍লুটপাট জাতির সামনে তুলে ধরা হবে: প্রধান উপদেষ্টা।



প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সম্পদকে কীভাবে লুটপাট করেছে কিছু মানুষ তা জাতির সামনে প্রকাশ করা হবে। সেজন‍্য সবগুলো সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রোববার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) মহাপরিচালক আহসান হাবিবকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।

সিআইসির মহাপরিচালক জানান, বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। চলতি বছরের জানুয়ারিতে থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের সাতটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত জানার পর প্রধান উপদেষ্টা বলেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে দুদক, সিআইসি ও পুলিশের সিআইডিসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পত্তি তৈরি করতে না পারে।


বিষয় ঃ আমার দেশ নিউজ 

Chief Advisor Professor Dr. Muhammad Yunus said that how some people have looted the country's wealth will be revealed to the nation. For this, all the organizations will have to work together.

The Chief Advisor gave this instruction to National Board of Revenue (NBR) Chairman Md. Abdur Rahman Khan and NBR's Central Intelligence Cell (CIC) Director General Ahsan Habib at the State Guest House Jamuna on Sunday (August 17).

The CIC Director General said that assets worth about 40 thousand crore taka have been found in various countries of the world by laundering money from Bangladesh. This information was found by conducting searches in seven cities of five countries since January this year.

After knowing the details, the Chief Advisor said that appropriate measures should be taken in coordination with the ACC, CIC and other relevant authorities including the CID of the police to identify those involved in money laundering and bring them under the law.

He said that such an example should be set so that in the future no one can loot the country's wealth and create assets abroad.