২০ নেতাকর্মীদের নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা।

 

২০ নেতাকর্মী নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন ছাড়লেন তানিম আহমেদ, যোগ দিলেন ছাত্রদলে

স্টাফ রিপোর্টার | রাসেল হোসাইন
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৫, রবিবার
উৎস: আমার দেশ নিউজ

পটুয়াখালীতে ছাত্রদলে যোগদান অনুষ্ঠান
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির নেতার হাতে ফুল দিয়ে ছাত্রদলে যোগ দেন তানিম আহমেদ ও তার সহকর্মীরা।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলন (চরমোনাই)-এর সাধারণ সম্পাদক তানিম আহমেদ প্রায় ২০ জন নেতাকর্মীসহ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

রোববার (২ নভেম্বর) বিকেলে কলাপাড়ায় এক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগ দেন।

“প্রায় এক বছর আগে আমাকে চাকামইয়া ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি ইসলামী ছাত্র আন্দোলনের পদ থেকে পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।”
— মো. তানিম আহমেদ

কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন,

“তানিম আহমেদ ও তার সঙ্গে আসা নেতাকর্মীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। উপজেলা ছাত্রদল সবসময়ই তাদের পাশে থাকবে।”
— কলাপাড়া উপজেলা ছাত্রদল

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো. নোমান সিদ্দিকী বলেন,

“আমি বিষয়টি জেনেছি। তবে কেন তানিম ছাত্রদলে যোগ দিয়েছে তা এখনো জানি না। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাব।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই যোগদান বিএনপি-ঘরানার রাজনীতিতে নতুন উদ্দীপনা যোগ করবে।


প্রতিবেদন: রাসেল হোসাইন
উৎস: আমার দেশ নিউজ | www.amardeshrasel.com

Post a Comment

Previous Post Next Post